ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার কথা ভাবছি: রাবি উপাচার্য

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার কথা ভাবছি: রাবি উপাচার্য

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার অধীনে রাবিসহ চারটি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় নেই। আমরা ভবিষ্যতেও যাচ্ছি না।

আগে ১৯ দিন ধরে পরীক্ষা হতো কিন্তু তা আমরা তিনদিনে নিয়ে এসেছি। তবে আগামীতে আমরা বিভাগীয় শহরে পরীক্ষার বিষয়ে চিন্তা ভাবনা করছি।

শনিবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

প্রতি বছরই ভর্তি পরীক্ষা দিতে রাজশাহীতে কয়েক লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক আসেন। যাদের ধারণক্ষমতা রাজশাহী শহরে নেই। এক্ষেত্রে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, আগামীতে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছি। তবে আমি এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। আমরা অ্যাকাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভায় আলোচনা করবো।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, যদি ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগে ছড়িয়ে দিয়ে ভর্তিচ্ছুদের কিছুটা কষ্ট লাঘব করতে পারি। তাহলে আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করবো। তবে বাস্তবতা হলো, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যে সংখ্যা তা রাজশাহী শহরের অবকাঠামো বা ধারণক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।