ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক ড. আমান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০২২
ইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক ড. আমান ড. আমানুর আমান

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার ড. আমানুর আমান।  

বুধবার (২৯ জুন) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ০৩ নভেম্বর থেকে দপ্তরটির উপ-পরিচালক মো. আতাউল হক ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।