ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে আইইউটির ৩২ তম সমাবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
গাজীপুরে আইইউটির ৩২ তম সমাবর্তন সনদপত্র দেওয়া হচ্ছে শিক্ষার্থীকে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরস্থ ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩২ তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইউটির প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটি’র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. ওমর ঝাহ্।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন, ওআইসির সহকারী মহাসচিব অ্যাম্বাসেডর মোহাম্মদ নাঈম খান, আইইউটির গভর্নিং বডির চেয়ারম্যান হাবিব মিগাদে, রেজিস্ট্রার ড. মোশেবা উমর প্রমুখ।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নাইজেরিয়ার শিক্ষার্থী ফারুক বশির আয়রন-বাবা ওআইসি পদক এবং বাংলাদেশের তানভির শাহরিয়ার, মাহির তাজওয়ার, বখতিয়ার হাসান ও মোসাদ্দিক হোসেনকে আইইউটি স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত ২৯৫ জনকে সনদপত্র দেওয়া হয়। এদের মধ্যে সর্বাধিক ডিগ্রিপ্রাপ্তরা হচ্ছেন বাংলাদেশের। অনুষ্ঠানে প্রধান অতিথিকে আইইউটির ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা,  নভেম্বর ০৮, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।