ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বালিকা বিদ্যালয়-মহিলা কলেজে নারী শিক্ষক নিয়োগের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
বালিকা বিদ্যালয়-মহিলা কলেজে নারী শিক্ষক নিয়োগের নির্দেশ

ঢাকা: দেশের বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে শরীর চর্চা শিক্ষা নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।  
 
বুধবার (০৭ নভেম্বর) প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে শরীর চর্চা শিক্ষা নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষক নিয়োগ করতে হবে এবং এ নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া যথযথভাবে অনুসরণ করতে হবে।


 
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।