ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

সোমবার-মঙ্গলবারও ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
সোমবার-মঙ্গলবারও ক্লাস-পরীক্ষা বর্জন ছবি: সংগৃহীত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর এ কে এম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে আরো দু’দিন (সোমবার ও মঙ্গলবার) ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিহুর রহমান বাংলানিউজকে জানান, প্রফেসর এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে শিক্ষক সমিতি।

ঘোষণা অনুযায়ী প্রফেসর শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হবে। এছাড়া আগামী সাতদিন কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ নভেম্বর রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

প্রফেসর এ কে এম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে রোববার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

** ‘শিক্ষক-বাবা’ হত্যার বিচার দাবি হাজারো সন্তানের
** ব্যক্তিজীবনসহ ৪ বিষয় মাথায় রেখে এগোচ্ছে পুলিশ
** রাবি'র অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় মামলা
** রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে বেরোবিতে শোক র‌্যালি
** মামলা করছে রাবি প্রশাসন, কলেজঅধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।