ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ

ঢাকা: এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা৷ এরপর তারা সরাসরি বোর্ড চেয়ারম্যানের হাতে স্মারকলিপি দিয়ে স্থান ত্যাগ করে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ১টার দিকে ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করে।

প্রায় এক ঘণ্টা ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন শেষে দুইটার পরে তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেয়।

প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মারকরিপি দিতে গেলে শিক্ষা বোর্ডের  কর্মকর্তারা গেটের বাইরে থেকেই স্মারক লিপি নিতে চায়। কিন্তু শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেবার দাবি তোলে৷ এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা বলেন, তোমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে যাও৷ এটা সময়ের বিষয়৷ চেয়ারম্যান মহোদয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্ত দেবেন৷ আপাতত তোমরা সবাইকে গেটের সামনে থেকে সরিয়ে গাড়িগুলে যেতে দাও৷ কারণ গাড়িতে পরীক্ষার সরঞ্জাম রয়েছে৷

পরে চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং রোববারে এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্থান ত্যাগ করে।

এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছে কিছু শিক্ষার্থী। দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেও ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়৷

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।