ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে নরসিংদী সমিতির সভাপতি লোকমান, সম্পাদক জিষ্ণু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
শাবিপ্রবিতে নরসিংদী সমিতির সভাপতি লোকমান, সম্পাদক জিষ্ণু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী লোকমান হোসাইনকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জিষ্ণু চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নতুন সভাপতি লোকমান হোসাইন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাধবী আক্তার, সহ-সভাপতি-ফারদিন কবির, তরিকুল ইসলাম লিয়ন, মেরাজুল ইসলাম শাওন, মাহপারা হোসাইন অভিরুপা, যুগ্ম সাধারণ সম্পাদক তাসনুভা তান্নি, সাংগঠনিক সম্পাদক শুভ চন্দ্র সরকার, মো. শাহপরাণ, নিলয় ভৌমিক, রুহুল আমিন নিলয়, নাইমুল ইসলাম সাগর, নাঈমা আক্তার, মো. মোস্তাকিম মিয়া, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, তমাল আব্বাসী, সাইমা জামান, আফরোজ জাকিয়া আলভি, সোহেল, দপ্তর সম্পাদক নাবিল হাসান, উপ-দপ্তর সম্পাদক শাকিল, প্রচার সম্পাদক নাদিরা, উপ-প্রচার সম্পাদক নাইমা আক্তার বুশরা, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান ইপতি, উপ-সাংস্কৃতিক সম্পাদক কায়কোবাদ, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত মিয়া,উপ-ক্রীড়া সম্পাদক নাদিম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আকাশ আহমেদ (নৃবিজ্ঞান), রেহনুমা নাহরিন মীম (সমাজকর্ম),জাকিয়া সুলতানা (সমাজকর্ম), মুক্তামনি (নৃবিজ্ঞান) ও রুবাইয়া তাসনিম (বিএমবি) মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।