ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০৩৫ সালে ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবো: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
২০৩৫ সালে ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবো: গভর্নর ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩৫ সালে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।  

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২১ এ মূল প্রবন্ধ উপস্থাপনায় এসব কথা বলেন তিনি।

 

মুল প্রবন্ধে গভর্নর ফজলে কবির বলেন, গত পাঁচ দশকের অর্থনীতির উন্নয়ণে বাংলাদেশ ব্যাংকের রয়েছে বড় ভূমিকা। বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হলো মুদ্রানীতি প্রণয়ন, রিজার্ভ সংরক্ষণ করা।

তিনি বলেন, বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশের মধ্য বাংলাদেশ রয়েছে। দেশের প্রবৃদ্ধি বাড়লেও সামনের দিনগুলোত আমাদের অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, নতুন করে দারিদ্রসীমা বেড়েছে। তবে আশার দিক হলো করেনায় বিশ্বের অন্যসব দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়ে পড়েনি। কোভিডের ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ড. ফজলে কবির বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার দ্রুত বাড়ছে। দেশের মাঝারি ও ক্ষুদ্র মাঝারিখাতকে অর্থনীতির প্রাণ। অথচ মোট ঋণের ২০ শতাংশ যায় এমএসএমএফ খাতে। যা ২০২৪ সালের মধ্যে ২৫ শতাংশে উন্নিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে ১০ শতাংশ ঋণ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি ব্যাংকের প্রতিটি শাখা থেকে কমপক্ষে ৩ জন নারী উদ্যোক্তাকে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। দি সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
জিসিজি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।