ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা পেপার মিলস’র ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বসুন্ধরা পেপার মিলস’র ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়।

সভায় স্বাগত ও সভাপতির বক্তব্য দেন কোম্পানির উপদেষ্টা ও বিকল্প পরিচালক এ আর রশিদী।

একই সঙ্গে ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশও অনুমোদন করা হয়েছে। প্রতিকূলতা স্বত্ত্বেও আলোচ্য বছরে নগদ লভ্যাংশ ঘোষণা কোম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে কোম্পানির সার্বিক কর্মকাণ্ড ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা অক্ষুণ্ন রাখায় পরিচালকমণ্ডলী ও পর্ষদের প্রতি কৃতজ্ঞতা সন্তুষ্টি প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের পরিচালক মো. ইমরুল হাসান, নাজমুল আলম ভূঁইয়া, স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা মির্জা মুজাহিদুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের প্রধান কর্মকর্তা মো. কামরুল হাসান, বিধিবদ্ধ নিরীক্ষক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।

কোম্পানির উপদেষ্টা ও বিকল্প পরিচালক এ আর রশিদী বলেন, গত দুই বছর ধরে বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর প্রভাবে চূড়ান্ত চাহিদার মৌসুমে দেশব্যাপাী তথা বিশ্বব্যাপী লকডাউনের প্রভাবে কোম্পানির কার্যক্রম এ বছর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও গত বছরের তুলনায় বিক্রয়লব্ধ আয় এ বছর প্রায় ৮ দশমিক ৬৩ শতাংশ, করপরবর্তী সময়ে নিট আয় ৪৩ শতাংশ এবং রপ্তানি আয় ৩৮ শতাংশে উন্নীত হয়েছে।

এ আর রশিদী বলেন, বিজয়ের এই সুবর্ণজয়ন্তীতে বিশ্বের ৫০টি দেশে এই কোম্পানির উৎপাদিত পণ্য রপ্তানি হয়েছে। সুপার ব্র্যান্ড খেতাবের পাশাপাশি এ বছর বসুন্ধরা টিস্যু অর্জন করেছে এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারস ফর ২০২০-২০২১ সম্মাননা। এছাড়া বসুন্ধরা গ্রুপ ইনটেলেকচ্যুয়াল প্রপার্টি প্রটেকশন অ্যাওয়ার্ড-২০২০ সম্মানে ভূষিত হয়েছে, যার মধ্যে এই কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক পণ্য বিদ্যমান।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় অত্র কোম্পানি প্রায় ১ কোটি টাকা ব্যয় করেছে এ বছর। মহামারির এই প্রতিকূল পরিস্থিতিতেও অত্র কোম্পানির একজন কর্মীকেও ছাঁটাই করা হয়নি। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অর্থাৎ গত চার বছরে ৩ হাজার ৫০০ জনের কর্মী বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই কোম্পানি আলোচ্য বছরে ১০৭ কোটি টাকাসহ আয়কর ও শুল্ক বাবদ ৩১৪ কোটি ২২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের অংশীদারত্ব লাভ করেছে।

তিনি বলেন, উৎপাদন ক্ষমতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধিতে সচেষ্ট থেকে ‘দেশ ও মানুষের কল্যাণে’ বসুন্ধরা গ্রুপের এই মূলমন্ত্র ধারণ করে ‘মেইড ইন বাংলাদেশ’ খচিত অত্র কোম্পানির পণ্য বিশ্বের প্রতিটি দেশে পৌঁছে দিতে কোম্পানির পরিচালকরা বদ্ধপরিকর। বিজয়ের এই সুবর্ণজয়ন্তীর বছরে উৎপাদনশীলতার সঙ্গে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কোম্পানির সচিব এম মাজেদুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় আরও বক্তব্য দেন বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এফসিএ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।