ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাগুরায় সেরা ৭ করদাতাকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
মাগুরায় সেরা ৭ করদাতাকে সম্মাননা  ৭ সেরা করদাতাকে সম্মাননা

মাগুরা: মাগুরায় সেরা সাত করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বব) সকালে মাগুরা উপ-কর কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পদক তুলে দেন কার্যালয়টির উপ-কমিশনার এস এম আব্রাহাম লিংকন।

কর কার্যালয় সূত্রে জানায়, মাগুরার সেরা সাত করদাতার মধ্যে তিন জনকে সর্বোচ্চ করদাতা, দু’জনকে দীর্ঘমেয়াদী করদাতা, একজন তরুণ ও একজন নারী করদাতা রয়েছেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- সর্বোচ্চ করদাতা মেহেদী হাসান, আজিজুল হক, মো. শাহীনুর রহমান, দীর্ঘ মেয়াদী করদাতা আকরাম হোসেন, মো. বদরুল আলম, তরুণ করদাতা মো. ফয়সাল আহমেদ এবং নারী করদাতা সুপ্তি হক।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।