ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের তিন মহাব্যবস্থাপকের পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
বাংলাদেশ ব্যাংকের তিন মহাব্যবস্থাপকের পদোন্নতি মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. হাবিবুর রহমান ও মো. জামাল মোল্লা

ঢাকা: নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের তিনজন মহাব্যবস্থাপক। মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লা ও হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।

নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাবকে গেল বছরের ৩১ ডিসেম্বর রাজশাহী অফিসে বহাল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লাকে একইদিন নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়েছে।

হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে রংপুর অফিসে বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।