ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবিবির নতুন সেক্রেটারি মাসরুর আরেফিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
এবিবির নতুন সেক্রেটারি মাসরুর আরেফিন মাসরুর আরেফিন

ঢাকা: অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন বেসরকারিখাতের দ্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

সোমবার (৪ জানুয়ারি) এবিবির ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভায় মাসরুর আরেফিনকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়।

এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সব সদস্যের সম্মতিক্রমে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম রেজা ফরহাদ হোসেনকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

সেক্রেটারি জেনারেল ও ভাইস-চেয়ারম্যানের পদ দু’টি সম্প্রতি খালি হওয়ায় এবিবির বোর্ড অব গভর্নর তাদের নির্বাচিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।