ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিম্ফনির স্মার্টফোনে ছাড় ৫০০ টাকা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
সিম্ফনির স্মার্টফোনে ছাড় ৫০০ টাকা! সিম্ফনির ছাড় দেওয়া তিনটি স্মার্টফোনের মডেল

ঢাকা: দেশীয় মোবাইল ফোনের ব্র্যান্ড সিম্ফনি নতুন বছরে গ্রাহকদের জন্য তাদের তিনটি মডেলের জন্য ঘোষণা করেছে বিশেষ ছাড়। আই১৮, আই৯৫ (ফোরজি) এবং আই৯৭ (ফোরজি) এ তিনটি মডেলের স্মার্টফোনে পাঁচশ টাকা করে ছাড় দিচ্ছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সিম্ফনির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি মডেলই পাঁচশ টাকা কমে বিভিন্ন মোবাইল ফোনের শোরুমে পাওয়া যাচ্ছে।

এক জিবি র‌্যাম, এক দশমিক তিন গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ২৯০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সুবিধা থাকা মডেল আই১৮ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে পাঁচ হাজার ৩৯০ টাকায়। অপরদিকে দুই জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সুবিধার আই৯৫ (ফোরজি) মডেলের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ছয় হাজার ৪৯০ টাকায়। একই সুবিধার আই৯৭ (ফোরজি) ফোনটি পাওয়া যাচ্ছে ছয় হাজার ৯৯০ টাকায়।

সবগুলো হ্যান্ডসেটের সঙ্গেই গ্রামীণফোনের ফ্রি ডাটা অফার পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানার জন্য কোম্পানির ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।