ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে কানসাই নেরোল্যাক পেইন্টসের যাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বাংলাদেশে কানসাই নেরোল্যাক পেইন্টসের যাত্রা

ঢাকা: বাংলাদেশে যাত্রা শুরু করেছে জাপানের শীর্ষস্থানীয় রং কোম্পানি কানসাই পেইন্টসের সহায়ক প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাক পেইন্টস।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

সেখানে উপস্থিত ছিলেন- কানসাই নেরোল্যাক পেইন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হারিচন্দ্র ভারুকা, এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ জেইন, চিফ এক্সিকিউটিভ অফিসার ভিশাল মোথরেজাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশে কয়েল কোটিং, পাউডার কোটিং, অটোমটিভ কোটিং, মেরিন কোটিং ও প্রটেকটিভ কোটিংয়ের সম্পূর্ণ সেট চালু করতে যাচ্ছে। এগুলো স্থানীয় বাজারে কর্মসংস্থান এবং উৎপাদন দক্ষতা বাড়াবে। গ্রাহকের ক্রয়ক্ষমতার ভিত্তিকে প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য সরবরাহ করবে। যার ফলে গ্রাহক সেই অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারবে।

কানসাই নেরোল্যাক পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল।

কানসাই পেইন্টস জাপানের ১০০ বছরের পুরনো পেইন্ট কোম্পানি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার ৮০টি দেশে কানসাই পেইন্টস পরিচালিত হচ্ছে। কানসাই নেরোল্যাক পেইন্টস কম ভিওসির পেইন্ট, সিসামুক্ত এবং এইচডি প্রযুক্তির রংয়ের অগ্রদূত ও প্রবর্তক।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।