ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিসিবির পেঁয়াজ কিনতে দুই ঘণ্টা আগে লাইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
টিসিবির পেঁয়াজ কিনতে দুই ঘণ্টা আগে লাইন

ঢাকা: পেঁয়াজের বাজার লাগামহীন হওয়ায় সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় কমে দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি বিক্রি শুরু করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে পণ্যটি পেতে বেশ ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে লোকজনকে। অবস্থা এমন যে, পেঁয়াজের ট্রাকের হদিস না থাকলেও দুই ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন বহু মানুষ।

রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারের সামনে শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় শতাধিক মানুষের জটলা দেখা গেলো। খোঁজ নিয়ে জানা যায় টিসিবির পেঁয়াজ নিয়ে গাড়ি আসবে।

তাই শতাধিক নারী-পুরুষ আগেই লাইন ধরেছেন। সাড়ে দশটার একটু পরেই মাঝারি আকারের একটি পিকআপ ভ্যান এসে দাঁড়ালো জটলার কেন্দ্রবিন্দু হয়ে। তখনই লাইনের লোকজন নড়েচড়ে উঠলেন। শুরু হলো হুড়োহুড়ি।  

শান্তিবাগ থেকে পঞ্চাশোর্ধ্ব আব্দুল আজিজ এসেছেন টিসিবির পেঁয়াজ কিনতে। বাংলানিউজকে তিনি বললেন, এখানে ৪৫ টাকায় পেঁয়াজ পাওয়া যাবে, সেজন্য দু’ঘণ্টা আগে লাইন ধরেছি।  

এক কেজি পেঁয়াজের জন্য এত ভোগান্তি? জবাবে তিনি বলেন, আমরা গরিব মানুষ, কী করবো। ২০০ টাকায় পেঁয়াজ কেনার ক্ষমতা থাকলে-তো এই রোদে লাইন ধরতাম না।        

গাড়ির ওপরে দাঁড়িয়ে থাকা টিসিবির ডিলার বলেন, কেবল এলাম।  এখন বিক্রি শুরু করবো। এক হাজার কেজি পেঁয়াজ আছে গাড়িতে। শেষ না হওয়া পর্যন্ত ৪৫ টাকা কেজি দরে বিক্রি করবো।  

টিসিবির পেঁয়াজ কেনার এ চিত্র কেবল শান্তিনগর কাঁচা বাজারের সামনেই নয়। খুচরা বাজারে গত কয়েক মাস ধরে পেঁয়াজের ‘ঝাঁজ’ বেড়ে যাওয়ায় রাজধানীর যেখানেই টিসিবির ট্রাক দেখছেন, সেখানেই পেঁয়াজ কিনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন লোকজন। শুধু তাই নয় গত ১৮ নভেম্বর প্রায় পৌনে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।