ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছাগলনাইয়ায় চালু হচ্ছে বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ছাগলনাইয়ায় চালু হচ্ছে বাস বাস।

ফেনী: দীর্ঘ দেড় যুগ পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ছাগলনাইয়া-ফেনী ও ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কে চালু হচ্ছে বাস সার্ভিস।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

তিনি জানান, প্রাথমিকভাবে ১০টি বাস দিয়ে এই বাস সার্ভিসের যাত্রা মঙ্গলবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হবে।

পর্যায়ক্রমে সব সড়কে বাস সার্ভিস চালু করা হবে।

ছাত্রছাত্রী ও এলাকাবাসী দীর্ঘদিন থেকে বাস সার্ভিস চালু করার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে জনগণের এই দাবিটি পূরণ হতে চলেছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।