ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপেক্সের ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এপেক্সের ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’

ঢাকা: এপেক্স ফুটওয়্যার লিমিটেডের গ্রাহকদের জন্য চলছে বিশেষ ক্যাম্পেইন ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এ বিশেষ ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের প্রথম সপ্তাহেই স্ক্র্যাচকার্ড ঘষে স্মার্টফোন জিতে নিয়েছেন ঢাকার জীবন রঞ্জন মজুমদার।

এছাড়া ক্যাম্পেইনে ঢাকার নোবেল চৌধুরী এক লাখ টাকা ও ময়মনসিংহের মাহমুদুল হাসান ৫০ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

ক্যাম্পেইনের আওতায় এপেক্সর যেকোনো গ্রাহক ন্যূনতম দু’হাজার টাকার শপিং করলে একটি স্ক্র্যাচকার্ড পাবেন।  

স্ক্র্যাচকার্ডের আওতায় গ্রাহকরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পুরস্কারসহ আরও বিভিন্ন পুরস্কার পেতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৬ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।