ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে আখাউড়া স্থলবন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে আখাউড়া স্থলবন্দরে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: ১২ দিন বন্ধ থাকার পর ফের কর্মমুখর হয়ে ওঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। 

শনিবার (২৭ অক্টোবর) সকাল থেকে স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পণ্য রফতানি শুরু হয়েছে। ফলে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

তবে বন্ধের সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে গত ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্দরে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিলো। ২১ অক্টোবর থেকে পণ্য রফতানি করার কথা থাকলেও আগরতলা বন্দরের ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন নিয়ে জটিলতা দেখা দেয়ায় সেখানকার ব্যবসায়ীরা পণ্য নিতে অনীহা প্রকাশ করে। হঠাৎ এমন সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে পণ্যবোঝাই বেশ কয়েকটি ট্রাক আটকা পড়ে।  

পরে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য রফতানি বন্ধ থাকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে শনিবার সকাল থেকে আবারও পণ্য রফতানি শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।