ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাড়ে চার বছরের মধ্যে ডিএসইএক্স সর্বোচ্চ পতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সাড়ে চার বছরের মধ্যে ডিএসইএক্স সর্বোচ্চ পতন

ঢাকা: ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৩৩ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টে নিচে অবস্থান করছে, যা সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হলো।

এর আগে ২০১৩ সালের ৯ জুন ডিএসইএক্স সূচক পতন হয়েছিলো ১৪৫ পয়েন্ট। নতুন এই সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হয়।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক কমেছে ২৪৫। গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর টানা চার কার্যদিবসে সূচকের দরপতন হলো।

বোরবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও। এদিন সবচেয়ে বেশি কমেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ১১ কোটি ৯ লাখ ৩ হাজার ৫৮০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২৯ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৪৭২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৯ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৩০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪৫ পয়েন্ট কমে ১১ হাজার ৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৭৯০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১২০ কোটি ৪০ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।