ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে অনাকাঙ্ক্ষিত কিছু আসতে না দেওয়াই কাস্টমসের কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
দেশে অনাকাঙ্ক্ষিত কিছু আসতে না দেওয়াই কাস্টমসের কাজ সেমিনারে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজস্ব আদায়ে কাস্টমসকে আরও ভালো করার তাগাদা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কাস্টমসের প্রধান কাজ, দেশে যেন অনাকাঙ্ক্ষিত কিছু আসতে না পারে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে কাস্টমসকে আরও ভালো করতে হবে।

ভবিষ্যতে মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর বাড়লেও কাস্টমসের রাজস্ব আদায় কমে যাবে। তবে কাস্টমসের প্রধান কাজ দেশে যেন অনাকাঙ্ক্ষিত দ্রব্য আসতে না পারে। তাছাড়া, রাজস্ব নিয়ে বিভিন্ন সভা-সেমিনার করতে হবে, যেন মানুষ এ বিষয়ে আরও সচেতন হয়।

উন্নয়নের জন্য ব্যবসার প্রসার দরকার উল্লেখ করে মুহিত বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে ২০১৩ সালে বাণিজ্য সুবিধার ট্রেডবেজড সিস্টেম চালু করা হয়। এতে ব্যবসায়ীরা সুবিধাও পাচ্ছেন। দেশে আয়করদাতার সংখ্যাও ২৯ লাখ ছাড়িয়েছে। এখানে এনবিআরের ভূমিকা কিছু নয়। যারা নতুন আয়করদাতা হয়েছেন, তারা সবাই তরুণ করদাতা। তবে একটি কথা স্পষ্ট, মানুষের আয়ের তুলনায় আমাদের বাজেটের আকার কম। বর্তমানে বাজেটের আকার ১১ শতাংশ। যা আগামী বাজেটে ২০ শতাংশ করা হবে।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বতর্মানে নিজস্ব অথার্য়নে বাজেট বাস্তবায়ন হচ্ছে। এখন আর বাজেট বাস্তবায়নে বিদেশিদের অর্থের জন্য আমাদের অপেক্ষা করতে হয় না। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, এখন বাস্তবায়ন হচ্ছে। বতর্মানে আমরা মধ্যম আয়ের দেশে পা দিয়েছি। তবে পুরোপুরিভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হলে রপ্তানিতে আমাদের কোনো প্রভাব পড়বে না।  

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতের জন্য বিশেষ বাজার সুবিধা জিএসপি স্থগিত রেখেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলোতে যেন আমরা সুবিধাটি পাই, সেটি নিয়ে কাজ চলছে। আর এনবিআরকে ব্যবসায়ীদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়তে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।  

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক  উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।