ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বদরগঞ্জে ৩১ কেজির বাঘাইড়

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বদরগঞ্জে ৩১ কেজির বাঘাইড় ৩১ কেজির বাঘাইড়

রংপুর: কুড়িগ্রামের চিলমারী রমনা ঘাট এলাকার এক জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। পরে ঘাটের মাছ ব্যবসায়ী ফুল মিয়া ওই জেলের কাছ থেকে ৮শ টাকা দরে কিনে নেন মাছটি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ফুল মিয়া মাছটি বদরগঞ্জ পৌরশহরের শাহাপুর মহল্লায় বিক্রির জন্য নিয়ে আসেন। ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

জানা যায়, কুড়িগ্রামের চিলমারী রমনা ঘাটে এক জেলের জালে আটকা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়। সেখান থেকে রমনা ঘাটের মাছ ব্যবসায়ী ফুল মিয়া প্রতি কেজি ৮শ টাকা দরে কিনে নেন। পরে ওই মাছটি বদরগঞ্জের এক ব্যক্তির কাছে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করে দেন ফুল মিয়া। তবে মাছ ক্রেতা তার নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন।

বদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ বাংলানিউজকে বলেন, চিলমারী রমনাবন্দর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে বড় আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে।  

নদীর পানি কমে যাওয়ার কারণে বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।