ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব মেলায় ইলেকট্রিক পণ্যে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
রিহ্যাব মেলায় ইলেকট্রিক পণ্যে বিশেষ ছাড় রিহ্যাব মেলায় ইলেকট্রিক পণ্যের বিশেষ ছাড়

আবাসন কোম্পানির পাশাপাশি রিহ্যাব মেলায় পাওয়া যাচ্ছে গৃহ নির্মাণের জন্য বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী।

ঢাকা: আবাসন কোম্পানির পাশাপাশি রিহ্যাব মেলায় পাওয়া যাচ্ছে গৃহ নির্মাণের জন্য বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী।

সাধারণ মানের ইলেকট্রিক সুইচগুলো থেকে ছয়গুন বেশি সক্ষমতার সুইচ নিয়ে মেলায় এসেছে কিটি সুইচ অ্যান্ড এক্সেসরিজ।

বিভিন্ন সিরিজের সুইচগুলো আগুন প্রতিরোধক হিসেবেও কাজ করবে বলে জানা যায়।  

ইলেকট্রিক বিভিন্ন পণ্যের উপর কিটি দিচ্ছে মেলায় ২৫ শতাংশ ছাড়, রয়েছে এক বছরের ওয়ারেন্টি।  

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মেলায় আবাসন কোম্পানিগুলোর সঙ্গে অংশ নিয়েছে গৃহ নির্মাণে ব্যবহারের জন্য পণ্য সামগ্রীর স্টল।  

এমনি একটি প্রতিষ্ঠান কিটি সুইচ অ্যান্ড এক্সেসরিজের সুইচগুলোর মধ্যে রয়েছে আইকন সিরিজ, হাইফাই সিরিজ, ন্যানো সিরিজ, লাভিনা সিরিজ, ক্লাসি সিরিজ, রয়েল সিরিজ, অপোল সিরিজ, রোকার সিরিজ, ডোরেন সিরিজ, অ্যালপাইন সিরিজ ও টিএকে সিরিজ।

এছাড়া এক্সেসরিজের মধ্যে প্লাগ টপ সিরিজ, ট্রাভেল অ্যাডাপটর সিরিজ পাওয়া যাচ্ছে। রয়েছে বিভিন্ন ল্যাম্প হোল্ডার সিরিজ ও সার্কিট ব্রেকার।

প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার রায়হান কবির বাংলানিউজকে জানান, মেলামাইনের তৈরি এসব এক্সেসরিজ ফায়ার প্রটেকটেড হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা নেই। পণ্যের পরিচিতি ছাড়াও নিরাপদ আবাসের জন্য কাজ করছেন তারা।

পাঁচ দিনব্যাপী মেলার শেষ দিন রোববার (২৫ ডিসেম্বর) রাত নয়টা পর্যন্ত ক্রেতা-দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে মেলার দ্বার।

**রিহ্যাব মেলার শেষ দিনে দর্শনার্থীদের ঢল

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমআইএইচ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।