ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরআর-ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস’র বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরআর-ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস’র বার্ষিক সভা অনুষ্ঠিত আরআর-ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস’র বার্ষিক সভা অনুষ্ঠিত

আরআর- ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড কোম্পানির বার্ষিক পার্টনার্স সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানিটির তিন শতাধিক অংশীদার অংশ নেন।

ঢাকা: আরআর- ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড কোম্পানির বার্ষিক পার্টনার্স সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানিটির তিন শতাধিক অংশীদার অংশ নেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

বিগত বছরগুলোতে সব সদস্যের কঠোর পরিশ্রমের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন- ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মিরদাহ্, রাম-রত্না গ্রুপের প্রতিষ্ঠাতা রামেশ্বর লাল কাবরা, ব্যবস্থাপনা পরিচালক এম হারেস আহমেদ, পরিচালক এ এন এম মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

কোম্পানিটির পক্ষ থেকে ১৩টি পৃথক-পৃথক অঞ্চলে ৩৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে গত বছরের কার্যক্রমে সাফল্য অর্জনের জন্য জোনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে সবশেষে সংগীত শিল্পী আঁখী আলমগীর গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।