ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

ঢাকা: বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু এখন ঢাকায়।

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে শনিবার (১২ ডিসেম্বর) ঢাকায় আসেন প্রথিতযশা এই বাঙালি অর্থনীতিবিদ।



শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  তাকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এক গণবক্তৃতায় অংশ নেবেন।

‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ওই বক্তৃতায় দর্শকদের অর্থনৈতিক বিষয়ক নানা প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।

১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম নেওয়া কৌশিক বসু পড়াশোনা করেছেন সেখানকার সেন্ট জেভিয়ার্স স্কুলে।
পরবর্তীতে দিল্লির সেন্ট স্টিফেন কলেজেও অধ্যয়ন করেন তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তত্ত্বাবধানে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন কৌসিক বসু।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।