ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গৌরনদীতে পূবালী ব্যাংকের ৪৩৮তম শাখার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
গৌরনদীতে পূবালী ব্যাংকের ৪৩৮তম শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পূবালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশালের টরকী বন্দরে ৪৩৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১২ ডিসেম্বর)সকাল ১১টায় ফিতা কেটে ৪৩৮তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্যদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন।



ব্যাংক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রধান ও উপ-ব্যবস্থাপক মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্যদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও অমৃত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিজয় কৃষ্ণ দে, গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আকতার উজ্জামান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির প্রমুখ।

টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।

সেখানে বক্তব্য রাখেন- স্থানীয় শাখা ব্যবস্থাপক সাগর ভক্ত, ব্যবসায়ী বিমল কুণ্ডু, হাসান মো. জাকির রিপন, জহর লাল মিত্র, শেখর দত্ত বণিক ও আবু হানিফ হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।