ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিএবি অ্যাওয়ার্ড পেলো ইসলা‍মী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আইসিএবি অ্যাওয়ার্ড পেলো ইসলা‍মী ব্যাংক

ঢাকা: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০১৪’র জন্য ‘আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোহাম্মদ শহীদ উল্লাহ এসিএ’র হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইসিএবি’র সভাপতি মাসিহ মালিক চৌধুরী এফসিএ, আইসিএবি’র পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস’র রিভিউ কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান এফসিএ, সদস্য এ এফ নেসার উদ্দিন এফসিএ, নাসিম আনোয়ার এফসিএ, আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, মোহাম্মদ ফরহাদ হোসাইন এফসিএ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।