ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্ট প্রেসেন্টেড অ্যানুয়াল রিপোর্টস-২০১৪ পেলো ইউসিবি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বেস্ট প্রেসেন্টেড অ্যানুয়াল রিপোর্টস-২০১৪ পেলো ইউসিবি

ঢাকা: ১৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ‘বেস্ট প্রেসেন্টেড অ্যানুয়াল রিপোর্টস-২০১৪’ শাখায় প্রথম পুরস্কার জিতেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ‘বেস্ট প্রেসেন্টেড
অ্যানুয়াল রিপোর্টস ২০১৪’ শাখায় বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে এ পুরস্কার পায় ইউসিবি।



ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর হাতে এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।