ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদার পাড়ে মাটি খনন, ৫০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
হালদার পাড়ে মাটি খনন, ৫০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: হালদা নদীর ছিপাতলী অংশের বাদামতল এলাকায় নদীর বাঁধ সংলগ্ন স্থানে এস্কেভেটার দিয়ে মাটি খনন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মো. জসিম উদ্দিন নামের ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে এ জরিমানা করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মাটি খননের কাজে ব্যবহৃত ট্রাক ও এস্কেভেটার চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।