ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতের সবজিতে স্বস্তি, চড়া আলু-পেঁয়াজের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
শীতের সবজিতে স্বস্তি, চড়া আলু-পেঁয়াজের দাম ...

চট্টগ্রাম: বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। এতে টানা কয়েক মাসের অস্থিরতা কিছুটা কমেছে।

শীতকালীন শাক-সবজির আসতে শুরু হওয়ায় নগরের কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। তবে বেড়েছে আলু, পেঁয়াজ সহ আদা-রসুনের দাম।
এদিকে, গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ব্রয়লার মুরগি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। ডিমের দামও ফিরেছে কিছুটা স্বস্তি।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করেছে। এর ফলে বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে পুরাতন আলুর দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। নতুন আলু না আসা পর্যন্ত আলুর দাম বাড়তি থাকবে বলেও জানান ব্যবসায়ীরা।

শুক্রবার (৮ নভেম্বর) নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে ডজন প্রতি ফার্মের মুরগির বাদামি ডিম ১৪৪-১৫০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৯০-৩০০ টাকা ও গরুর মাংসের কেজি ৭০০ টাকা বিক্রি হচ্ছে।

বাজার চাষের শিং মাছের কেজি ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, দেশি কৈ ৭০০ টাকা, দেশি ট্যাংরা ৫০০ টাকা, পাঙ্গাস ২২০-২৫০, তেলাপিয়া ২৫০-২৮০ টাকা ও পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রফিকুল ইসলাম নামের এক ক্রেতা জানান, বাজারে কিছুটা সবজির দাম কমেছে। কিন্তু অন্য পণ্যেগুলোর এখনও চড়া দাম। একটি পণ্য কিনতে গেলে অন্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে সরকারের আরও মনিটরিং বাড়ানো দরকার।  

সবজির বাজারে প্রতিকেজি করলা ৮০ টাকা, শসা ৬০-৮০ টাকা, ফুলকপি ৫০-৭০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও লাউ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে বরবটি ১০০ টাকা, পটল ১০০ টাকা, শিম ১২০ টাকা, মুলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, কাচামরিচ ২০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গাজর ১৬০ টাকা, টমেটো ১৬০ টাকা দরে প্রতিকেজি বিক্রি হচ্ছে।

এছাড়াও প্রতিকেজি আলু ৭০ টাকা, বড় পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ ১৪০ টাকা, রসুন ২৩০ টাকা, আদা ২৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নগরের চকবাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম বাংলানিউজকে বলেন, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। বেশকিছু সবজির দাম কমেছে। আরও কিছু সবজির দাম কমবে। নতুন আলো এখনো বাজারে আসেনি তাই আলুর দাম একটু বেশি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।