ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ১০ সরকারি মাধ্যমিক বিদ্যালয়

২২৩৬ আসনে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি ভর্তির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
২২৩৬ আসনে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি ভর্তির আবেদন ...

চট্টগ্রাম: চট্টগ্রামের ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ২৩৬ শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি। সেই হিসেবে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে এক আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬২টি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৩২৪টি আসনে ১৯ হাজার ৫৩৫ জন, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২১৭টি আসনে ১৮ হাজার ৪৩২ জন ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৩৯টি আসনে ১০ হাজার ১৪৮ জন আবেদন করেছে।  

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ২১৭টি আসনে ১০ হাজার ৩৬৭ জন, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে ২১৮টি আসনে ৯ হাজার ১২২ জন, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়ের ১১০টি আসনে ৭ হাজার ৭৯ জন, চট্টগ্রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ১০১টি আসনে ৬ হাজার ২২৭ জন, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে ২৬৮টি আসনে ১৫ হাজার ৪ জন, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে ৩২৬টি আসনে ২২ হাজার ৭৬৩ জন, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে ২১৬টি আসনে ২০ হাজার ২৫৯ জন আবেদন করেছে।

 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন জানান, একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করেছে। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে তাদের বিদ্যালয় নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।