ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের অভিষেক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের অভিষেক  ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরিন এর সভাপতিত্বে ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।

সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী কুশলব কুমার নাথ ও ইংরেজি বিভাগের ছাত্রী নওশীম আনজিলার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবেটিং ক্লাবের উপদেষ্টা সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী, আইন বিভাগের শিক্ষক মো. রিদোয়ানুল হক, ইংরেজি বিভাগের শিক্ষক ঝিনুফার ইয়াসমিন, ফার্মেসী বিভাগের শিক্ষক মাহবুবা খানম স্বর্ণা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক প্রমুখ।   

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, পৃথিবীর সকল বিষয়ে প্রত্যেকের নানা যুক্তি থাকবেই।

যুক্তির মাধ্যমেই আমরা নিজেদের অনেক সমস্যার সমাধান করি। মেধা ও সুচিন্তিত যুক্তির মাধ্যমে বিতার্কিকরা নিজেদের দক্ষতা প্রমাণ করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এরইমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের দক্ষতার প্রমাণ রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। আমি আশা করছি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং ক্লাব ‘চিন্তনে-মননে যুক্তির প্রয়াস’ এই বিষয়টিকে ধারণ করে নবনির্বাচিত কমিটির সকলে জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের জন্য আরও গৌরব বয়ে আনবে।

ডিবেটিং ক্লাবের কমিটি: সভাপতি মো. আনিসুর রাহমান, সহ-সভাপতি মো. রোকনুজ্জামান সিদ্দিকী, সহ-সভাপতি এ কে এম ফাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক কুশলব কুমার নাথ, যুগ্ম সম্পাদক মো. তাউসিফ কামাল, যুগ্ম সম্পাদক রাফসানুর রহমান, অর্থ সম্পাদক অনিমেষ ভট্টাচার্য্য, বিতর্ক ও অনুশীলন সম্পাদক সানজিদুল ইসলাম সাইমুন, সহকারী বিতর্ক ও অনুশীলন সম্পাদক শাহরিয়ার তৌফিক নাজিম, সাংগঠনিক সম্পাদক নওশীন আনজিলা রনি, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ফারুক মোহাম্মদ তাশরিফ, সহকারী গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নুর নবী শাওন, কার্যনির্বাহী সদস্য আফিফা মুনতাহা নুবলা, মইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন, তারেকুল ইসলাম।  

নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।