ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন জব্দ 

চট্টগ্রাম: কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন ও মূল্য তালিকা না রাখার অপরাধে তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এবং মূল্য তালিকা না থাকায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।