ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আলোয় স্মরণ স্বজনদের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
আলোয় স্মরণ স্বজনদের

চট্টগ্রাম: হলুদ গাঁদা আর লাল গোলাপের পাপড়ি বিছানো সমাধিতে জ্বলছে মোমমাতি-আগরবাতি। আলোয় ভরা সে সমাধির পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার চিরশান্তি প্রার্থনা করছেন স্বজনেরা।

তাদের কারও কারও চোখে জল। কেউ দাঁড়িয়ে আছেন নীরবে।

হয়তো না ফেরার দেশে চলে যাওয়া মানুষের স্মৃতি ভেসে উঠছে মনের আঙিনায়।
 
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাথরঘাটার পবিত্র জপমালা রানীর গির্জার সমাধির চিত্র ছিলো এমনই। যেখানে ‘অল সোলস ডে’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ সমবেত হয়েছিলেন মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায়।

বিকেল ৫টার দিকে প্রার্থনা কার্যক্রম শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।  

প্রতিবারের মত এবার পাথরঘাটা ক্যাথিড্রালে সপরিবারে এসেছিলেন মি. রড্রিকস।  

তিনি বলেন, প্রতিবছর ২ নভেম্বর মৃত স্বজনদের স্মরণ করতে দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও সমাধিতে ছুটে আসেন অনেকে। এতে করে একদিকে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের মিলনমেলা হয়, অন্যদিকে মৃত স্বজনদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশের পাশাপাশি প্রত্যেকে সৎভাবে জীবনযাপনের প্রেরণা পেয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।