ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫-৭ টাকার লেবু ১২-১৩ টাকা, ভোক্তা অধিকারের অভিযান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
৫-৭ টাকার লেবু ১২-১৩ টাকা, ভোক্তা অধিকারের অভিযান  ...

চট্টগ্রাম: এক সপ্তাহ আগে আড়তে যে লেবু ৫-৭ টাকা বিক্রি হয়েছিল তা এখন ১২-১৩ টাকা। দাম বাড়লো প্রায় দ্বিগুণ।

সোমবার (১১ মার্চ) সকালে স্টেশন রোডের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে।  

মেম্বার বাণিজ্যালয়ের বিক্রেতা হাবিব জানান, খাগড়াছড়ি, বান্দরবানের বাগান থেকে বেশি দামে লেবু কিনতে হয়েছে।

পাইকারিতে প্রতি শ লেবুতে ২০০ টাকা বেড়েছে।  

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।  

ফয়েজ উল্লাহ বাংলানিউজকে বলেন, মূল্য তালিকা নেই। ফলে একেক সময় একেক দামে বিক্রি করে। বাগান থেকে লেবু কেনার রশিদ নেই। মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মাসুরা বাণিজ্যলয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং বেচাকেনার রশিদ সংরক্ষণ না করে বর্ধিত মূল্যে শসা বিক্রির দায়ে মিতালি বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ্ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে অভিযান চলবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২০০, মার্চ ১১, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।