ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে প্রবর্তক স্কুলে সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে প্রবর্তক স্কুলে সভা 

চট্টগ্রাম: প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাজীবন থেকে আর্থিক বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে ব্যাংকিং কার্যক্রমের উপর এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিষ্ঠানের বীরেন্দ্র লাল চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর ফিন্যান্সিয়াল ইনক্লশান সেল (অতিরিক্ত পরিচালক)  মেহের নিগার।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের চট্টগ্রাম সেট্রাল প্রিন্সিপাল অফিসের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খোন্দকার মাজহারুল কবির, স্ট্যান্ডর্ড ব্যাংকের পাঁচলাইশ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহেদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আজীজ-উল-গনি চৌধুরী, সাউট ইস্ট ব্যাংকের শাখা প্রধান মোহাম্মদ আতাউল হক সিরাজী, ইসলামী ব্যাংকের সিনিয়র এভিপি ও শাখা প্রধান এস এম শহীদুল ইসলাম, প্রাইম ব্যাংকের ভিপি ও শাখা প্রধান মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী প্রমুখ।  

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল শাখার সহকারী শিক্ষক দীপন কান্তি দাশ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রতিষ্ঠানের স্কুল শাখার সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার দাশ ও সহকারী শিক্ষক অনন্যা চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।