ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৭ বছর আগে ডাকাতির মামলায় ৯ জনকে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
১৭ বছর আগে ডাকাতির মামলায় ৯ জনকে কারাদণ্ড 

চট্টগ্রাম: নগরের খুলশী থানার লালখান বাজার বাঘঘোণা মোড়ের এক আইনজীবীর বাসায় ডাকাতির মামলায় ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো.রাশেদ, মো.শামীম ওরফে বিহারী শামীম, স্বপন কুমার ত্রিপুরা, মহিউদ্দিন মুজিব, ফুল মিয়া, মাহবুব আলম, মো. শফি ও প্রিয়রঞ্জন ধর।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ ফয়েজ জানান, ডাকাতির মামলায় ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মো. শিপন, আব্দুল্লাহ আল মামুন ও বিহারী রাশেদ নামে আরও ৩ জনকে আদালত বেকুসুর খালাস দিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত প্রিয় রঞ্জনকে দণ্ডবিধির ৪১২ ধারায় ১০ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অন্য ৮ জনকে ৩৯৫ ধারায় ১০ বছর এবং ৩৯৭ ধারায় ৭ বছর কারাদণ্ড এবং উভয় ধারায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে কারাদণ্ডপ্রাপ্ত ৫ আসামিরা উপস্থিত ছিলেন।  

পরে আদালত পরোয়ানা মূলে ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমআই/টিসি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।