ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে নলেজ শেয়ারিং বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
সিআইইউতে নলেজ শেয়ারিং বিষয়ক সেমিনার সেমিনারে প্রধান বক্তা অধ্যাপক অভিলাষ এস নায়ার

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আয়োজিত নলেজ শেয়ারিং বিষয়ক সেমিনারে দেশের তরুণদের উদ্ভাবনী ধারণার কারণেই আজকাল ব্যবসা করার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, কোঝিকোডের (আইআইএমকে) অধ্যাপক অভিলাষ এস নায়ার।  

তিনি বলেছেন, আধুনিক টেকনোলজির যুগে তরুণদের মনস্তত্ব, চিন্তা-চেতনা ও উপলব্ধি দিন দিন পরিবর্তন হচ্ছে।

তাই নতুন প্রজন্মের মেধার দিকে লক্ষ্য রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবর্তন আনা জরুরি।  

সম্প্রতি সিআইইউর ইনস্টিটিউট অব গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) এবং চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) যৌথভাবে নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে।

 

সেমিনারের শিরোনাম ছিল ‘নেক্সট জেনারেশন বিজনেস এক্সিকিউটিভস-অ্যা গ্লোবাল পারসপেক্টিভ’। এতে শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিডিআইএসের পরিচালক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার। উদ্বোধনী বক্তব্য দেন বিসিই ট্রাস্টি সংস্থা রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ওমর মুক্তাদির। অনুষ্ঠানে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

এ সময় অন্যান্যের মধ্যে সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।