ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গোসাইলডাঙ্গায় দোকানে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
গোসাইলডাঙ্গায় দোকানে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচার ও ভাঙারি দোকোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বন্দর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া বাংলানিউজকে বলেন, গোসাইলডাঙ্গায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচার ও ভাঙারি দোকোনে আগুন লাগে। বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে পাঁচঁটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।