চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানা আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল হত্যার দায় স্বীকার করে নুর আলম সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে সোমবার (৯ ডিসেম্বর) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ি জেলার সদর থানার খাগড়াছড়ি পৌরসভার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, গত ১২ অক্টোবর সকালে বাবুলের দোকানে সামনে এসে দোকানের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন নিয়ে নেয় সুমন। এতে বাবুল আসামি সুমনকে মোবাইল ফোনগুলো দিতে বলায় বাবুলকে দেখে নিবে বলার হুমকি প্রদান করে চলে যায়।
তিনি আরও বলেন, একইদিন দুপুরে সুমনের বায়েজিদ বোস্তামী থানার আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদারপুল এলাকায় বাবুলকে একা পেয়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ভর্তি দেন। সেখানে গত ১৭ অক্টোবর চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় বাবুলের ছেলে মো. জিসান বাদী হয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ি সদর থানার খাগড়াছড়ি পৌরসভার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল হত্যার দায় স্বীকার করে সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআই/পিডি/টিসি