ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় দিন শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় দিন শুরু পাকিস্তানের ছবি: শোয়েব মিথুন

বৃষ্টি বাগড়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। অবশেষে বৃষ্টির লুকোচুরি শেষের পর আজ বেলা ১২:৫০ মিনিটে খেলা মাঠে গড়ায়।

খালেদ আহমেদের ওভারে বাউন্ডারি হাঁকিতে দিন শুরু করে ব্যাটিং করা পাকিস্তান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৮৪ রান। ১৩১ বলে ৫১ রান নিয়ে আজহার আলী ও ১১০ বলে ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন বাবার আজম।

এর আগে প্রকৃতির বিরূপ আচরণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা শুরুর প্রস্তুতি নিয়েও অপেক্ষায় থাকতে হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও পিচ ঢেকে ফেলা হয়। ১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ।

চট্টগ্রাম টেস্টে জয় পাওয়ার পর ঢাকা টেস্টেও ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। অজহার আলী অপরাজিত আছেন ১১২ বলে ৩৬* রানে। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অধিনায়ক বাবর আজম ৯৯ বলে ৬০* রানে অপরাজিত। প্রথম দিনের দুটি উইকেটই শিকার করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।  

প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই দিনের সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান। আলো পরীক্ষা করে আম্পায়ারদ্বয় খেলা শুরু করেননি। এরপর বেশ কয়েকবার আলোর পরিমাপ করা হয়। কিন্তু টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর মতো পর্যাপ্ত আলো ছিল না। শেষ পর্যন্ত বিকাল ৪:০৭ মিনিটে দিনের খেলার সমাপ্তি টানার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।