ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের ম্যাচের আগেরদিন অনুশীলনে টাইগাররা। ছবি: শোয়েব মিথুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ। জয় তো দূরের কথা কোনো ম্যাচে ড্রও করতে পারেনি দলটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে স্বাগতিকদের থেকে জয় এক প্রকার কেড়ে নেয় সফরকারীরা। কাইল মায়ার্সের দ্বিতীয় ইনিংসে অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে হারের মুখ দেখে বাংলাদেশ।

ফলে সিরিজ বাঁচাতে ও টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তুলতে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই চ্যাম্পিয়নশিপে বর্তমানে ৯ দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। তবে ঢাকা টেস্ট জিততে পারলে আটে থাকা শ্রীলঙ্কাকে রান রেটে টপকে যাওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে থাকা ক্যারিবীয়রা অন্তত ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে। কিন্তু সফরকারী দলের মনোভাবে বোঝা যাচ্ছে শেষ টেস্ট জিতে তারা স্বাগতিকদের হোয়াইওয়াশ করতে চাইছে।

এই টেস্টে বাংলাদেশকে অবশ্য ভোগাতে পারে সাকিব আল হাসানের অনুপস্থিতি। চট্টগ্রাম টেস্টে ইনজুরি পড়া এই তারকা ছিটকে গেছেন। ইনজুরিতে পড়ে দলে নেই ওপেনার সাদমান ইসলামও। সাকিবের পরিবর্তে একাদশে সৌম্য সরকার একরকম নিশ্চিত। তবে সামনানের পরিবর্তে ব্যাটিং অর্ডারে আসতে পারেন স্কোয়াডে থাকা মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী ও সাইফ হাসানদের যেকোনো একজন। অন্যথায় বোলিংয়ে শক্তি বাড়ালে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন অথবা হাসান মাহমুদদের কেউ একজন থাকতে পারেন।

ক্যারিবীয় দল অবশ্য তাদের উইনিং স্ট্রেক ভাঙতে চাইবে না। ফলে চট্টগ্রাম টেস্টের দল নিয়েই মাঠে নামতে পারে দলটি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শাইন মোসেলে, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জারমেইন ব্ল্যাকউড, জোশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।