ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় শিবিরে আরেক ধাক্কা, ব্রিসবেনে নেই বুমরাহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ভারতীয় শিবিরে আরেক ধাক্কা, ব্রিসবেনে নেই বুমরাহ

ইনজুরি বিপর্যস্ত ভারতীয় শিবিরে আরেকটি দুঃসংবাদ। পেটের পীড়ার কারণে ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাতে এমনটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই।

এর আগে সর্বশেষ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ইনজুরির কারণে হারায় টিম ইন্ডিয়া।

ভারতের পেস বোলিংয়ের নেতৃত্ব দেওয়া বুমরাহ সিডনিতে তৃতীয় টেস্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেখানে সেই টেস্টে অবিশ্বাস্যভাবে জয়ের সমান ড্র করে সফরকারী দলটি।

ইনজুরির স্ক্যান রিপোর্ট আসার পরে ভারতীয় ম্যানেজম্যান্ট বুমরাহকে ব্রিসবেনে না খেলানোর সিদ্ধান্ত নেয়। ডানহাতি এই পেসারকে ইংল্যান্ডের বিপক্ষে আসছে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিবেচনা করছে তারা।

আগামী ১৫ জানুয়ারি চতুর্থ টেস্টে ভারতীয় দলে পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন নবদ্বীপ সাইনি, শার্দুল ঠাকুর অথবা টি নটরাজন।

এর আগে ইনজুরির কারণে এই সিরিজেই পাওয়া যায়নি অভিজ্ঞ ইশান্ত শর্মাকে। পরে মোহাম্মদ শামি, উমেশ যাদবরাও চোটে ছিটকে যান।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।