ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনা পরীক্ষা করা হলো নারী ক্রিকেটারদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
করোনা পরীক্ষা করা হলো নারী ক্রিকেটারদের

রোববার (০৩ জানুয়ারি) সিলেটে শুরু হবে জাতীয় নারী ক্রিকেটে দলের ক্যাম্প। সেজন্য ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ।

ক্রিকেটার কোচিং স্টাফ ও টিম বয় এবং ড্রাইভারসহ ৪২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটি নিশ্চিত করেছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা রোববার সকালে সিলেটে চলে যাবেন।

প্রধান চিকিৎসক বলেন, ‘প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট, টিম বয় ও ড্রাইভারসহ আমরা আজ নারী ক্রিকেট দলের মোট ৪২ জনের কোভিড টেস্ট করিয়েছি। যারা নেগেটিভ হবেন তারাই কেবল আগামীকাল সিলেট যাবেন। দ্বিতীয় দফার টেস্টটি অনুষ্ঠিত হবে ক্যাম্পের মাঝামাঝি সময়ে। ’

প্রায় মাসখানেকের এই ক্যাম্পে পাঁচটি সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচও রয়েছে। এই অনুশীলন ক্যাম্পের দায়িত্বে থাকবেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:
সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহান মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মমতা হেনা হাসনাত, সুরায়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবায়া হায়দার ঝিলিক, আকা মল্লিক, ফারিহা ইসলাম তৃশনা, শানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।