ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই বড় বিষয়: মেহেদী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই বড় বিষয়: মেহেদী কথা বলছেন মেহেদী হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে জিতেছে টাইগার। খারাপ সময়টা পার করে এখন আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ওভার কনফিডেন্ট নেই কোনো ক্রিকেটারের মাঝে, এমনটাই মনে করেন জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান।

মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। তিনি মনে করেন প্রতিপক্ষ শক্তিশালী কিংবা দূর্বল বলে কথা নয়, হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই বড় বিষয়।

মেহেদী বলেন, 'ওভার কনফিডেন্ট কারও মধ্যেই দেখা যাচ্ছে না। একটা পজিটিভ জিনিস হলো ব্যাটসম্যানরা যেই খেলছে রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছে না। তারাও চাচ্ছে রান করার জন্য। ওভারঅল আমরা ছোট করে দেখতেছি না। গোল বলে জিম্বাবুয়ে হোক বা যে কেউই, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময় মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আরও বেশি সতর্ক ও মনযোগী হয়ে খেলা উচিৎ বলে আমি মনে করি, ইনশাল্লাহ সেটাই করবো। '

তিনি আরও বলেন, 'যেহেতু এখানে আমাদের প্রায় সবকিছু ভালো হচ্ছে আমরাও চাচ্ছি ভালো করতে। আগেও যখন বড় দলগুলো এসেছিল তাদেরকে কিন্তু আমরা হোয়াইটওয়াশ করছি। সেক্ষেত্রে আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই সিরিজটা আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, সেহেতু পরবর্তী সিরিজগুলোতে এতটা সমস্যা হবে না। '

জাতীয় দলের এই স্পিনার মনে করেন এই সিরিজের আআত্মবিশ্বাস পাকিস্তান সফরেও কাজে লাগবে। বলেন, 'এই সিরিজটা পুরোপুরি হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা পাকিস্তানে কাজে লাগবে। যেহেতু ওখানে আমাদের একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি আত্মবিশ্বাস কাজে দেবে। '

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি বুধবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএআর/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।