ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘদিন পর ভারতীয় স্কোয়াডে পান্ডিয়া-ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
দীর্ঘদিন পর ভারতীয় স্কোয়াডে পান্ডিয়া-ভুবনেশ্বর কোহলি-পান্ডিয়া

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমারও।

পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার দেখা গেছে গত বছর সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর পিঠের সার্জারির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

এছাড়া শেষ ওয়ানডেও খেলেছেন গত বছর জুলাইয়ে।

এদিকে ভুবনেশ্বরকেও ভারতের হয়ে দেখা গেছে গত বছর। গত বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর একের পর এক চোটে মাঠের বাইরে থাকতে হয় তাকে।

পান্ডিয়া-ভুবনেশ্বরের পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ফিরছেন শিখর ধাওয়ান। কাঁধের চোটের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড: শিখর ধাওয়ান, পৃথ্বি শ, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মনীশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, শুভমান গিল।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।