ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুমিনুল-সৌম্য গাজী গ্রুপে, শেখ জামালে ইমরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
মুমিনুল-সৌম্য গাজী গ্রুপে, শেখ জামালে ইমরুল ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল বদলের দ্বিতীয় দিনে বুধবার (০৪ মার্চ) মিরপুরের হোম অব ক্রিকেটে পাঁচটি ক্লাব অংশ নেয়। এদিন সৌম্য সরকার, মুমিনুল হক, রুবেল হোসেন, অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আবকর আলী সহ ২০ জন্য ক্রিকেটার দল বদল করেন।

এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সে নাম লিখিয়েছেন মুমিনুল হক, আবকর আলী ও সৌম্য সরকারের মতো বড় ক্রিকেটাররা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস।

পেসার রুবেল হোসেন নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। এছাড়া সাদমান ইসলাম খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) অনুষ্ঠিত হবে শেষ দিনের দল বদল। জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। তাই সেখানে তাদের জন্য শেষ দিনে দল বদলের জন্য বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিতীয় দিন শেষে কে কোন দলে

আবাহনী লিমিটেড: তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, রাকিবুল ইসলাম রাজা, মো. শহিদুল ইসলাম, মেহেদি হাসান রানা।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আলী মোহাম্মদ ওয়াহিদ, মো. দেলোয়ার হোসেন, অমিত মজুমদার, কাজী কামরুল ইসলাম, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, মুহাম্মদ আরাফাত সানি মৃধা, মো. শরিফুল ইসলাম, মো. রাকিবুল হাসান, মো. রুবেল হোসেন ।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: মো. রায়হান উদ্দিন, এসকে ইমন, মোহাম্মদ শরীফউল্লাহ, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ শামীম হোসেন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ, মো. আব্দুল হালিম, সৈকত আলী, ইমরুল কায়েস।

পারটেক্স স্পোর্টিং ক্লাব: মো. রনি হোসাইন, শরিফুল ইসলাম, আব্বাস  মুসা আলভী, মহিউদ্দিন বেলাল, মো. হাসানুজ্জামান, শফিউল হায়াত হৃদয়, মোহাম্মদ মোসাদ্দেক ইফতেখার, মো. রাজিবুল ইসলাম, শাহবাজ চোহান, জনি তালুকদার, মো. নাজমুল হোসেন মিলন, মো. তাসামুল হক, মো. ইমরান আলী ইমন, জুবায়ের হোসেন লিখন।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ইমতিয়াজ হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মো. নুর আলম সাদমান, মো. সালমান হোসেন ইমন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: তাসকিন আহমেদ, মো. আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. শামসুর রহমান শুভ, শুভাগত হোম চৌধুরী, খান আব্দুর রাজ্জাক, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী, টিপু সুলতান, রনি চৌধুরী, জহুরুল ইসলাম অমি।

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: রাকিবুল হাসান।

লিজেন্ডস অব রূপগঞ্জ: সাদমান ইসলাম, পিনাক ঘোষ, রুয়েল আহমেদ, মো. শামসুল ইসলাম, আল-আমিন হোসেন জুনিয়র।

ব্রাদার্স ইউনিয়ন: সবুজ বর্মন, মো. মানিক খান, রাহাতুল ফেরদৌস জাভেদ।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক সৌরভ, আকবর আলি, জাকির হাসান, সৌম্য সরকার, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরি, নাহিদ হাসান,  মুকিদুল ইসলাম মুগ্ধ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।