ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
মাশরাফির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন আশরাফুল অ্যাশ ও ম্যাশ: ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফিরতে এই ডিপিএলের পাফরম্যান্সটা বিবেচনা করা হয়। তবে সংক্ষিপ্ত এই ফরম্যাটে খেলে আশরাফুলের দলে ফেরাটা খুবই কঠিন। 

এবারে ডিপিএলে প্রথমবারের মতো আশরাফুল খেলবেন মাশরাফি বিন মর্তুজার দলে। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান জানিয়েছেন, মাশরাফির সঙ্গে খেলতে তিনি মুখিয়ে আছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) মিরপুরে ডিপিএলের দল-বদলের প্রথম দিনে সাংবাদিকদের আশরাফুল এ কথা জানান।

ঘরোয়া ক্রিকেটে কখনও আশরাফুল ও মাশরাফি এক দলে খেলননি। মাশরফির সঙ্গে খেলতে বেশ আগ্রহ আশরাফুলের।

আশরাফুল বলেন, ‘প্রথমবার আমরা ঢাকা প্রিমিয়ার লিগে এক সঙ্গে খেলব। আমরা স্টার্ট করেছিলাম অনূর্ধ্ব-১৭ থেকে। ২০০০ সালে এশিয়া কাপ থেকে। তারপরে আমরা প্রতিপক্ষ হয়েই খেলেছি। এই প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে এক সঙ্গে খেলবো, ভালো লাগছে। ’ 

তিনি আরও বলেন, ‘বিপিএল খেলেছিলাম দুই মৌসুম, দুই মৌসুমই চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কারণ ২০১৮ সালে আমার ব্যক্তিগত পারফরম্যান্স যেটা হয়েছিল, সেটা ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড ছিল। তার পেছনে মাশরাফির একটা বড় হাত আছে। আমার ফিটনেস লেভেলটা ভালো করার জন্য সে উপদেশ দিয়েছিল এবং স্কিলে সমস্যা ছিল না তার কাছে মনে হয়েছে। তো এক সঙ্গে খেলব অনেকদিন পর এটা ভালো লাগছে। ’  

এবারের দল-বদলে ক্রিকেটাররা নিজেরে পছন্দ মতো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। এর ফলে অনেক ক্রিকেটারের দল পেতে সমস্যা হয়েছে বলে মনে করেন আশরাফুল।

তিনি বলেন, ‘এটা  (দল-বদল পদ্ধতি) তো সবাই খুব পছন্দ করে এভাবে। কিন্তু অন্যান্যবারের থেকে এবার কিন্তু অতটা আমার কাছে মনে হয় না যে ভালো হয়েছে। প্লেয়ার-ড্রাফট যেভাবে ছিল, ওপেন হওয়াতেও অনেক প্লেয়ারের কিন্তু টিম পেতে কষ্ট হয়েছে। তো আমি জানিনা, আসলে এটা কি কারণে... অন্যান্যবারের থেকে একটু কঠিনই হয়েছে । ’

এবারের ডিপিএলে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটার খেলবে না। আশরাফুল মনে করেন, এটা এদেশের ক্রিকেটারদের জন্যই ভালো। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এ ব্যাপারে বলেন, ‘এটা আমি মনে করি যে, খুবই ভালো। কারণ আপনার এখন আমাদের ১২টা প্লেয়ার খেলতে পারত না যদি বিদেশি প্লেয়ার থাকতো। সেই জায়গায় ১২টা প্লেয়ার খেলতে পারছে। একদিক দিয়ে আমি মনে করি যে, ভালো বিদেশি না থাকায়,  ১২টা প্লেয়ারের সুযোগ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।