ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন প্রদীপ-ধনাঞ্জয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন প্রদীপ-ধনাঞ্জয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে ছিটকে গেলেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার নুয়ান প্রদীপ ও ধনাঞ্জয়া ডি সিলভা। এ ব্যাপারটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

ক্যারিবীয়দের বিপক্ষেই সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েন প্রদীপ। ফলে অন্তত ৬ সপ্তাহ তাকে মাঠে বাইরে থাকতে হবে।

আর একই ম্যাচে হাফসেঞ্চুরি করা ধনাঞ্জয়া কবজির চোটে ভুগছেন।

প্রদীপের পরিবর্তে আশিথা ফার্নান্দোকে টি-টোয়েন্টির জন্য দলে নেওয়া হয়েছে। তবে ডি সিলভার পরিবর্তে এখনও কোনো নাম ঘোষণা করেনি নির্বাচকরা।

আগামী ৪ মার্চ সিরিজের প্রথম ও ৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে। দুটি ম্যাচই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।