ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন .

পিরোজপুর: পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড. খান মো. আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ শাহাদাত, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম এ রব্বানী ফিরোজসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগ’র উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। এই টুর্নামেন্টে ৬টি ক্লাব অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।