ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১, ২০২০
চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদ

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অনন্য একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে ৪ হাজার রান স্পর্শ করতে দরকার ছিলো মাত্র ৬ রান। তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন রিয়াদ।
 

বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভারের ১ম বলে চার মেরে মাহমুদউল্লাহ ওয়ানডে ক্যারিয়ারে পূর্ণ করেন ৪ হাজার রান। ১৮৬ ম্যাচে অভিজ্ঞ এ টাইগার অলরাউন্ডারের বর্তমান রান ৪০২৬।

 সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩২ রান করে ক্রিস এমপোফুর বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে আউট হন তিনি।  

ওয়ানডে ক্যারিয়ারে ২১টি অর্ধশতকের পাশাপাশি ৩টি শতকও রয়েছে মাহমুদউল্লাহর।  

বাংলাদেশ সময়ঃ ১৭১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।